Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ৬ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রথমবর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রক্রিয়া অবলম্বনের অভিযোগে ৬৯জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসব শিক্ষার্থী ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিস্কৃত ৬৯জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং ৭দিনের মধ্যে জবাব দিতে বলা হবে। বাসস

Walton Refrigerator cables
Walton Refrigerator cables