Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৯, বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২, ১২:২৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কর্তন দিবস

ব্লাস্ট প্রতিরোধী টিয়া ধানে বিঘায় ফলন গড়ে ২৭ মণ


২৬ এপ্রিল ২০২১ সোমবার, ১১:৪৩  পিএম

মাসুম বিল্লাহ মাজেদ

বহুমাত্রিক.কম


ব্লাস্ট প্রতিরোধী টিয়া ধানে বিঘায় ফলন গড়ে ২৭ মণ

গাজীপুরে নতুন জাতের হাইব্রিড টিয়া ধান কর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসারের আয়োজনে সোমবার জেলা সদরের নয়নপুর ব্লকের এই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক মাহবুব আলম।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা সুলতানা জানান, এবার গাজীপুরে ৪৫০০ বিঘা জমিতে টিয়াসহ আরও ৪টি নতুন জাতের ধান চাষ হয়েছে। কাঙ্খিত ফলন পেয়ে চাষিরা খুশি। 

এই কৃষি কর্মকর্তা আরও জানান, টিয়া জাতের ধান চাষে বিঘাতে গড়ে ২৭ মণ ফসল পাওয়া যাচ্ছে। এই জাতের বিশেষত্ব হচ্ছে, এ জাতের ধান গাছ ব্লাস্ট রোগ প্রতিরোধী। এছাড়া স্থানীয় জাতের ধান থেকে প্রায় দ্বিগুণ ফলন হয়।  

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।