Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বৈরুতে ভ্রাম্যমাণ হাসপাতাল খুললো ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

বৈরুতে ভ্রাম্যমাণ হাসপাতাল খুললো ইরান

লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল খুলেছে ইরান। একসঙ্গে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দর এলাকা পুনর্নির্মাণে সহযোগিতার ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ জাওয়াদ ফিরুজনিয়া এ হাসপাতাল উদ্বোধন করেছেন।

এ বিষয়ে ইরানের রেডক্রিসেন্টের উপপ্রধান ফরিদ মোরাদিয়ান জানান, ইরান যে ফিল্ড হাসপাতাল খুলেছে তাতে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, সাধারণ ওয়ার্ডসহ একটি আধুনিক হাসপাতালের সব উপকরণ রয়েছে। ফলে বৈরুত বিস্ফোরণে আহত যেকোনো রোগীকে তারা সেবা দিতে পারবে। ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈরুত বিস্ফোরণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে ভ্রাম্যমাণ হাসপাতাল খুলল।

ইরান ছাড়াও ইতালি, ফ্রান্স, ইরাক, কুয়েতসহ আরো কয়েকটি দেশ বৈরুতের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে মেডিকেল সহায়তাসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে।

গত মঙ্গলবার বৈরুত বন্দরে দাহ্য পদার্থের এক গুদামে ভয়াবহ বিস্ফোরণ অন্তত দেড়শতাধিক মানুষ নিহত ও প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables