Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

বেলজিয়ামে আবারো লকডাউন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ৩১ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বেলজিয়ামে আবারো লকডাউন

ঢাকা : ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ হওয়ায় আবারো লকডাউন দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। হেয়ার সেলুনের মতো দোকান ও ব্যবসা সোমবার থেকে ডিসেম্ববরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

১৫ই নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের সময় বাড়ানো হয়েছে। এ সময় বেলজিয়ামে বার ও রেস্তোরাঁ বন্ধসহ রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।

ফ্রান্সে এক মাসের জন্য লকডাউন শুরু হয়েছে। জার্মানি ও পোল্যান্ডে জনগণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। করোনা বিধিনিষেধের প্রতিবাদে স্পেনের বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।

এদিকে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৯১ হাজার করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছে এক হাজারের বেশি মানুষ।