Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বুয়েটের শের-ই-বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৯ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বুয়েটের শের-ই-বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার পদত্যাগ করেছেন শের-ই-বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান।

শিক্ষকদের এক সভা শেষে বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. একেএম মাসুদ শিক্ষার্থীদের জানান, ‘শের-ই-বাংলা হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।’ ‘উপাচার্য এবং প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে,’ উল্লেখ করেন তিনি। তবে পদত্যাগের বিষয়ে প্রভোস্টের কোনো মন্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের শিকার হয়ে বুয়েটের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) গত রবিবার রাতে শের-ই-বাংলা হলে নিহত হন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables