Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

বীর প্রতীক বদিউজ্জামান টুনু মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২২ জুন ২০২০

প্রিন্ট:

বীর প্রতীক বদিউজ্জামান টুনু মারা গেছেন

ছবি- সংগৃহীত

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বদিউজ্জামান টুনু আর নেই। রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সোমবার বাদ জোহর লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভিন্ন সংগঠনের সদস্যসহ স্থানীয়রা তার জানাজায় অংশ নেন। জানাজা শেষে স্থানীয় হেতমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর পৈত্রিক বাড়ি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে। এ বাড়িতেই তিনি থাকতেন। বদিউজ্জামান টুনু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নেন। গেরিলাযুদ্ধের পাশাপাশি সম্মুখযুদ্ধও করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বদিউজ্জামান টুনু বীর প্রতীক খেতাব পান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী বদিউজ্জামান টুনুর বড় ভাইয়ের দুই ছেলে, ছোট ভাই, ভগ্নিপতি ও ভাগনি জামাই নজমুল হককে হত্যা করে।