Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ দাবা খেলবেন বাংলাদেশের জিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১০ জুন ২০২১

আপডেট: ১০:০৪, ১০ জুন ২০২১

প্রিন্ট:

বিশ্বকাপ দাবা খেলবেন বাংলাদেশের জিয়া

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার বাছাই এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার বাছাই এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন জিয়া। ১০ জুলাই ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় জোন ৩.২-এর পক্ষে অংশগ্রহণ করবেন তিনি।

সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রানারআপ রয়েছেন।

ছয় পয়েন্ট নিয়ে ৬ জন খেলোয়াড় তৃতীয় হতে অষ্টম স্থান লাভ করেন। তারা হলেন- যথাক্রমে শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে রানিনদু দিলশান, বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং শ্রীলঙ্কার এ এ সি বি অমরাসিঙ্গে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables