Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৯ মার্চ ২০২০

প্রিন্ট:

বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ

ঢাকা : বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি তত্ত্বাবধান করবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টিনের বিষয়টি তত্ত্বাবধানে শীতলতা দুঃখজনক। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বুধবারও ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫টি ফ্লাইট ঢাকায় এসেছে।