Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ শ্রাবণ ১৪২৬, মঙ্গলবার ২৩ জুলাই ২০১৯, ৫:১৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস: রানী ম্যাক্সিমা


১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার, ১২:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস: রানী ম্যাক্সিমা

ঢাকা : বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস সরকার। কোন কোন খাতে বিনিয়োগ বাড়ানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সফররত নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা।

সকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ি প্রতিনিধিদের সাথে বৈঠকে ডেল্টা পরিকল্পনা সফল করতে সরকারের সাথে কাজ প্রতিশ্র“তিও দেন নেদারল্যান্ডের রানী।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কুইন ম্যাক্সিমা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

এসময়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন রানী ম্যাক্সিমা। ই-কমার্স, তথ্য-প্রযুক্তি ও মোবাইল খাতে সহায়তার প্রতিশ্র“তি দেন তিনি।

বাংলাদেশের শতবর্ষ মেয়াদী নদী, পানি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্র“তি দেন নেদারল্যান্ডসের রানী।

বৈঠকে বাংলাদেশের গ্রাহক পর্যায়ের লেনদেন আধুনিকায়নে সহযোহিতার আগ্রহও প্রকাশ করেন নেদারল্যান্ডসের রানী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ