Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২০, ১:০১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলাদেশি ওমর ইশরাক হলেন ইনটেলের বোর্ড চেয়ারম্যান


২৫ জানুয়ারি ২০২০ শনিবার, ১০:১৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলাদেশি ওমর ইশরাক হলেন ইনটেলের বোর্ড চেয়ারম্যান

ঢাকা : বাংলাদেশের নাগরিক ওমর ইশরাক বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের বোর্ড চেয়ারম্যান হয়েছেন। গত ২১ জানুয়ারি ইনটেলের বোর্ড চেয়ারম্যান হিসেবে ওমর ইশরাকের নাম ঘোষণা করে। তিনি অ্যান্ডি ব্রিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন এবং খুব দ্রুত বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। ২০১২ সাল থেকে অ্যান্ডি বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা যায়, ২০১৭ সাল থেকে তিনি ইনটেলের বোর্ডের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি মেডিকেল ডিভাইস নির্মাণ প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে এপ্রিলে সে পদ থেকে তার অবসর নেওয়ার কথা।

ওমর ইশরাক ছোট থেকে বাংলাদেশেই বেড়ে উঠেন। তবে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।