Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২১ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

দেশের প্রথম করোনার ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার যেখান থেকে টিকা আনবে সেই টিকাই নিতে চান তিনি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেই টিকা আনা হচ্ছে অন্য আর কোথাও থেকে এই মুহূর্তে টিকা আনা হচ্ছে না বলে জানান তিনি।

ক্রয় সংক্রান্ত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের আওতায় সেরাম ইনস্টিটিউট থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে অনুমোদন দেওয়া হয় সভায়।

শিল্প মন্ত্রণালয়ের ১০, ১১ ও ১২ তম লটে মোট ৮৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আনা হবে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে ৩ টি সেতু নির্মাণ প্রকল্পে ২৪৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৪৬ টাকার ক্রয় অনুমোদন দেয়া হয়।

এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ৮০ কোটি ২৪ লাখ ৮০৩ টাকা ব্যয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে ২০ তলা আবাসিক ভবন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables