Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

পেছাল বইমেলাও : শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০২০

আপডেট: ২২:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

পেছাল বইমেলাও : শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি

ঢাকা : এবার অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে।’

২০১৯ সালের ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু একই দিনে সরস্বতী পূজা হওয়ার কারণে ওই তারিখ পরিবর্তনের সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দল।

পরে শনিবার  ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ফলে বাংলা একাডেমিও অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের দিন এক দিন পিছিয়ে দেয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables