Bahumatrik :: বহুমাত্রিক
 
২ জ্যৈষ্ঠ ১৪২৮, রবিবার ১৬ মে ২০২১, ৬:০৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী


১১ এপ্রিল ২০২১ রবিবার, ১২:২৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী

অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। পঞ্চম দফার ভোট প্রচারের শেষ দিনে গোয়ালপোখরে সভা করবেন তিনি। একই দিনে সবা করলে মাটিগাড়া-নকশালবাড়িতেও। কেন ভোট প্রচারে গান্ধী পরিবারের কাউকে বঙ্গে দেখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই জলঘোলা থামবে বলেই মনে করা হচ্ছে। খবর সংবাদ প্রতিদিন’র

খবরে বলা হয়, কেরলের ভোট মিটলেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসবেন বলে জানানো হয়েছিল। ৬ তারিখ কেরলের ভোট হয়ে গেলেও এখনও গান্ধী পরিবারের কেউ প্রচারে আসেননি। সূত্রের খবর, সম্প্রতি রবার্ট বঢরা করোনা আক্রান্ত হয়েছেন। তাই প্রিয়াঙ্কা গান্ধীকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি কবে প্রচারে আসবেন বা আদৌ আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান প্রদেশ কংগ্রেস। তবে প্রচারে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। আগামী চার দফাতেই রাহুল প্রচার করবেন বলে জানা গেছে। তাঁর সভায় সিপিএমের শীর্ষ নেতৃত্ব থাকবেন বলে জানা গেছে। কলকাতাতেও তিনি একটি সভা করার কথা তাঁর।

উল্লেখ্য, এবার নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোট বেঁধেছে। বাম-কংগ্রেস নেতৃত্ব জোট বেঁধে প্রচারও সারছেন। কিন্তু সেই প্রচারে কংগ্রেসের কোনও কেন্দ্রীয় নেতাকে এতদিন দেখা যায়নি। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। এরই মাঝে কেরলের ভোট প্রচারে গিয়ে বামেদের তীব্র সমালোচনা করেছিলেন রাহুল। বিজেপি-বাম আঁতাত নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। ফলে জোটের ভবিষ্যৎ কী, তা নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছিল। তবে রাহুল প্রচারে আসায় সেই প্রশ্নের ইতি ঘটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।