Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ শ্রাবণ ১৪২৮, রবিবার ২৫ জুলাই ২০২১, ১২:৩২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নীলকন্ঠ


২৪ অক্টোবর ২০২০ শনিবার, ১২:২৮  এএম

লীনা রোজারিও (সংযুক্তা)

বহুমাত্রিক.কম


নীলকন্ঠ

গাইছে ভ্রমর
বিশ্বজয়ের গানটা তার
বলছে, "শোন" -
চতুর্দিকেই রঙ বাহার
ফোঁটা ফুলের -
বিষটুকুই আমার চাই
মৌমাছি কয় -
মধুটুকু, উদ্ধার করে
দিলাম তাই।
কেন ভ্রমর?
এমন বিচার করলে গো!
মধুর বদল- বিষ দিয়েই -
আপন ভুবন ভরলে গো?
পাখার গতি বাড়িয়ে দিয়ে ভ্রমর কয় -
নীলকন্ঠের ইচ্ছে পূরণ
করতে হয় -
দিলেন তিনি আমার মাথায়
দায় সপে -
বিষে বিষেই জীবন কাটে
মধুর ছোঁয়ায় প্রাণ কাঁপে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।