Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে পালালেন নেতানিয়াহু!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে পালালেন নেতানিয়াহু!

রকেট হামলার সতর্কতামূলক সাইরেন শুনে নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা যায়, মঙ্গলবার রাতে বন্দরনগরী আশদোদে একটি নির্বাচনী প্রচারের সময় এই ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ইসরাইলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন লিকুদ পার্টি ওই সমাবেশের আয়োজন করে। ভাষণে নেতানিয়াহু নির্বাচনে ফের জয় পেলে অধিকৃত পশ্চিম তীরের একটি অংশ ইসরাইলে অন্তর্ভুক্ত করে নেয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই রকেট হামলা হয়।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালালে দক্ষিণাঞ্চলের আশদোদ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় নির্বাচনী সমাবেশে ভাষণ শুরু করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর নেতানিয়াহুর দেহরক্ষীরা নিরাপত্তা ব্যূহ তৈরি করে তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন।

মঞ্চ থেকে নামার সময় সমাবেশে জড়ো হওয়া লোকজনকে তিনি বলেন, ‘আপনারা নীরবে এখান থেকে চলে যান।’ অবশ্য ২০ মিনিট পর নেতানিয়াহু মঞ্চে ফিরে ফের ভাষণ শুরু করেন। তথ্য সূত্র: পার্সটুডে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables