Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি

ঢাকা : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।৬৯ বছর বয়সী নওয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ এবং নওয়াজের পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার এই অনুমতি দেয়। 

পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ২০১৭ সালে অপসারিত হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।কারাগারে যাওয়ার পর থেকে নওয়াজের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অক্টোবর মাসে তার হার্ট অ্যাটাকও হয়।

পরে নওয়াজ শরিফকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার দরকার হলেও তার বিদেশেযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।

নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বলেন, ‘জীবন বাঁচাতে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশযাত্রায় আইনি বাধা তুলে নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হতে পারেন।’

পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন,‘নওয়াজ শরিফের অবস্থা সংকটাপন্ন। তার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছিল। সরকারি এবং বেসরকারি চিকিৎসক বোর্ডের পরামর্শে সরকার এই অনুমতি দিয়েছে।’

তিনি আরো জানান, ‘আমার বাবাকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমার পাসপোর্ট কোর্টে রয়েছে। আমার চিন্তা এবং প্রার্থনা বাবার সঙ্গে থাকবে।’