Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১৪ মার্চ ২০২০

আপডেট: ১৩:১০, ১৪ মার্চ ২০২০

প্রিন্ট:

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : ওবায়দুল কাদের

ঢাকা : বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।’

শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে।’
করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।