Bahumatrik :: বহুমাত্রিক
 
২ জ্যৈষ্ঠ ১৪২৮, রবিবার ১৬ মে ২০২১, ৬:১৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

তিতাসে চাকরির পরীক্ষা স্থগিত


৩০ মার্চ ২০২১ মঙ্গলবার, ০৮:৪৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


তিতাসে চাকরির পরীক্ষা স্থগিত

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আগামী ১, ২ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম ও দশম গ্রেডের এ লিখিত পরীক্ষা।

গত ২৫ মার্চ লিখিত পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে নবম ও দশম গ্রেডে ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। যার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, সহকারী ব্যবস্থাপক (সাধারণ)২০, সহকারী ব্যবস্থাপক (হিসাব) ৩০, সহকারী প্রকৌশলী ২৫, উপসহকারী প্রকৌশলী ৪৩, সহকারী কর্মকর্তা ২২ ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।