Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত নারীদের গাভী পালনে সহায়তা

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত নারীদের গাভী পালনে সহায়তা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর: সমবায় অধিদপ্তরের মাধ্যমে বাস্তবিত  উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পে ঝিকরগাছা উপজেলার ৩য় পর্বের ৫০ জন সুবিধাভোগীর মধ্যে ৬০,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের হল রুমে  উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান জনাব মো: মনিরুল ইসলাম চেক বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমবায় অফিসার বাবু রনজিত কুমার দাশ। এ প্রকল্পের মাধ্যমে ২৫টি জেলার ৫০ টি উপজেলার ১০, ০০০ সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাবলম্বী করার  জন্য সমবায় অধিদপ্তরের মাধ্যমে কাজ চলছে। বিনা সুদে সরকারের এ কর্মকা- দারিদ্র্যহ্রাস, নারীর ক্ষমতায়ন, শিশুপুষ্ঠি ও দুধ উৎপাদনে বিরাট ভূমিকা পালন করছে বলে প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান  মো: মনিরুর ইসলাম  উল্লেখ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables