Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

জেইউজে সদস্য শহিদুল ইসলাম দইচের সুস্থতা কামনা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ৫ মার্চ ২০২১

প্রিন্ট:

জেইউজে সদস্য শহিদুল ইসলাম দইচের সুস্থতা কামনা

যশোর: সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহিদুল ইসলাম দইচ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সকালে তার শরীরের অস্ত্রোপচার হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পিত্তথলিতে ইনফেকশন জনিত কারণে অসুস্থ ছিলেন। বর্তমান তার শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আইউব, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এস এম ফরহাদ, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া সাংবাদিক শহিদুল ইসলাম দইচের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বহুমাত্রিক.কম