Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ০২ জুন ২০২০, ১২:১৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জীববৈচিত্র্য রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জাতিসংঘ প্রধানের


২২ মে ২০২০ শুক্রবার, ০৪:৪২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জীববৈচিত্র্য রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জাতিসংঘ প্রধানের

জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার আন্তর্জাতিক জৈববৈচিত্র্য দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘বর্তমান সংকট থেকে আরও ভালো অবস্থানে যেতে চাইলে, জীববৈচিত্র্য রক্ষার জন্য আসুন আমরা একসাথে কাজ করি যাতে আমরা আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি।’

জাতিসংঘ প্রধান বলেন, আন্তর্জাতিক জৈববৈচিত্র্য দিবসের জন্য এ বছরের বার্তাটি পরিষ্কার… ‘আমাদের সমাধানগুলো প্রকৃতিতে রয়েছে।’

তিনি বলেন, জলবায়ু বিপর্যয় প্রশমন, পানি ও খাদ্য সুরক্ষার নিশ্চয়তা দেয়ার এবং মহামারি প্রতিরোধের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়ী ব্যবস্থাপনা প্রয়োজন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

প্রকৃতিপাঠ -এর সর্বশেষ