Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে ড. মশিউর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ মার্চ ২০২১

আপডেট: ২৩:৩১, ১৬ মার্চ ২০২১

প্রিন্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে ড. মশিউর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির উপউপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ গত ৫ মার্চ পূর্ণ হওয়ায় পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, ড. মো. মশিউর রহমান ২০১৭ সালের ৯ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপউপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables