Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১০ অক্টোবর ২০২০

প্রিন্ট:

চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। 

শনিবার রাতে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদ। কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধু একটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

চাঁদপুর পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম এবং দলীয় প্রতীকে ভোট শুরু হয় সকাল ৯টায়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় বিকেল ৫টা পর্যন্ত।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables