Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৭০টি কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোটাররা।

এদিকে, এই আসনের উপ-নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএম এ। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫জন।

নির্বাচনে মোট ছয়জন প্রার্থী লড়ছেন। এরমধ্যে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।