Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

গ্রেপ্তার করতে হলে ইউনিফর্ম পরিহিত থাকতে হবে: আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গ্রেপ্তার করতে হলে ইউনিফর্ম পরিহিত থাকতে হবে: আদালত

ঢাকা : ইউনিফর্ম না পরে সাদা পোশাকে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের একগুচ্ছ নির্দেশনার বিরুদ্ধে সরকারের করা আপিলের ওপর শুনানিতে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, ‘কাউকে গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে।’

এ বিষয়ে করা আপিলের রায় আগামী ২৪ মে ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারলে মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারলে মুরাদ রেজা এবং রিটকারীর পক্ষে ব্যারিস্টার এম আমির উল ইসলাম শুনানি করেন।

বহুমাত্রিক.কম