Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২০ ১৪৩২, রোববার ০৪ জানুয়ারি ২০২৬

গাজীপুরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

মাসুম বিল্লাহ মাজেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউপির খুদেবরমী গ্রামে সাবেক ছাত্রলীগ নেতা ও ইউরোপিয়ান আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এডিস মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২৩ আগস্ট শুক্রবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আতিকুজ্জামান আতিক, সাবেক ডেসার পরিচালক মোঃ আলিম উদ্দিন সিকদার, কায়সার ফকির, মোঃ জাহিদুল ইসলাম বিদ্যুৎ, নূরুল ইসলাম, আতাউর রহমান।

বাড়িয়ার খুদেবর্মী গ্রামের প্রত্যেকটি বাড়িতে এডিস মশক নিধন করার জন্য কিটনাশক ছিটানো হয়েছে। মোহাম্মদ আতিকুজ্জামান নিজে কাঁধে করে কিটনাশক ছিটিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। বাড়ি বাড়ি এডিস মশা নিধন করেন।

বহুমাত্রিক.কম

Walton
Walton