Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

গরম তেল ঢেলে স্বামীকে ঝলসে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গরম তেল ঢেলে স্বামীকে ঝলসে দিলেন স্ত্রী

ঢাকা : ঢাকার সাভারের তালবাগে এক যুবককে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে উপজেলার তালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে পলাতক আছেন ওই নারী।

আহত ইউসুফ জামিল বাবু (২৭) সাভারে স্যানিটারি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। ওই দম্পতির সাত বছরের একটি ছেলেসন্তানও রয়েছে।

আহতের স্বজনরা জানান, দাম্পত্য কলহের জের ধরে কয়েক দিন ধরে তালবাগ এলাকায় নিজ বাড়িতে বাবু ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত বাবুর শরীরের বিভিন্ন স্থানে গরম তেল ঢেলে দেন তাঁর স্ত্রী।

বাবুর চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, তদন্ত করে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বহুমাত্রিক.কম