Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:৩৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গণমাধ্যম নিয়ে অনলাইন জরিপ করছে নিউজপেপার অলিম্পিয়াড


০১ মে ২০২১ শনিবার, ০৮:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


গণমাধ্যম নিয়ে অনলাইন জরিপ করছে নিউজপেপার অলিম্পিয়াড

গণমাধ্যম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড। এই সেক্টরের বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রতিনিয়ত। এসব কাজের অংশ হিসেবে নিউজপেপার অলিম্পিয়াড প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করছে NNO Media Survey নামে একটি অনলাইন জরিপের। আর এই জরিপের একটি উদ্দেশ্যও রয়েছে।

`NNO Media Survey` নামক এই জরিপটির মাধ্যমে বর্তমানে দেশীয় সংবাদমাধ্যমগুলো সময়োপযোগী ও নির্ভুল সংবাদ পৌঁছে দিতে কতটা কার্যকর তা জানা যাবে। এ জরিপে মোট ২৪ টি প্রশ্ন থাকবে। বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমের ওপর এ জরিপ করা হবে। এই জরিপের মাধ্যমে একজন ব্যাক্তি তার কাছে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, গণমাধ্যমের পছন্দ-অপছন্দের বিষয় এবং গণমাধ্যমের অন্তরায় যেসব বিষয় আছে সেসব সম্পর্কে নিজের মতামত জানাতে পারবেন।

গণমাধ্যম হচ্ছে এমন একটি মাধ্যম, যার মাধ্যমে প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ করা হয়। আর তাই প্রতিটি দেশের গণমাধ্যমই একটি গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে সেদেশের জনগণের কাছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে রয়েছে বহুসংখ্যক গণমাধ্যম। নিউজপেপার অলিম্পিয়াড আয়োজিত `NNO Media Survey` দেশীয় সংবাদমাধ্যমগুলোর প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সাহায্য করবে।

`NNO Media Survey` তে অংশ নিতে একটি নির্দিষ্ট লিংকে প্রবেশ করে ২৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়েক মিনিটেই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে জানানো যাবে গণমাধ্যম সম্পর্কে নিজের মতামত। জরিপে অংশ নেওয়ার লিংক- https://forms.gle/pthambtYorKCrusX6 

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।