Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

কাপ্তাই লেকে নৌকাডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশিত: ১৪:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

কাপ্তাই লেকে নৌকাডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

রাঙামাটি : রাঙামাটিতে কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকালে রাঙামাটির ডিসির বাংলো এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের বন্দর টিলা থেকে একদল পর্যটক কাপ্তাই লেকে বেড়াতে আসেন। কিভাবে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে এবং নৌকায় কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার মরদেহগুলোর নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বহুমাত্রিক.কম