Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ৪:২১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনা মহামারি একবারেই শেষ হয়ে যাবে : হু মুখপাত্রের দাবি


২৮ জুলাই ২০২০ মঙ্গলবার, ০৯:২০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনা মহামারি একবারেই শেষ হয়ে যাবে : হু মুখপাত্রের দাবি

সারা বিশ্বে করোনা ভয়াবহ হয়ে ওঠলেও প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে আর হাজির হবে না এই মারণ ভাইরাস। মঙ্গলবার এমনই সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, করোনা কোনো সিজনাল ভাইরাস নয়। কিংবা এটি বার বার ফিরে আসবে এমনটা নয়। মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে। তিনি বলেন, এই ভাইরাসটি সব ধরনের আবহাওয়ায় আক্রামণ করতে পারে।

করোনার ঢেউ নিয়ে তিনি বলেন, আমরা এখন প্রথম ঢেউয়ে আছি। বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে। তিনি আসলে বুঝাতে চেয়েছেন ব্যাপক প্রকোপ বৃদ্ধি পাবে। এরপর ধীরে ধীরে কমে যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।