Bahumatrik :: বহুমাত্রিক
 
২৩ ফাল্গুন ১৪২৭, রবিবার ০৭ মার্চ ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনার মধ্যে এবার নোরোভাইরাসের হানা


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৮:০৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনার মধ্যে এবার নোরোভাইরাসের হানা

চীনের দক্ষিণ-পশ্চিমের শিচুয়ান প্রদেশে নতুন ধরনের নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভাইরাসটিতে ৫০ শিশু আক্রান্ত হয়েছে।

শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি কিন্ডার গার্টেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। নোরোভাইরাসের প্রভাবে শিশুরা বমি করতে শুরু করে।স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এপিডেমিওলজিক্যাল পর্যালোচনা এবং নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত হয়েছে যে, নোরোভাইরাসের কারণেই ওই শিশুদের বমি হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, হাসপাতালে শিশুদের চিকিৎসা চলছে এবং তাদের সবার অবস্থাই স্থিতিশীল।

গত মাসে ভাইরাসটি দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওনিং এবং দক্ষিণাঞ্চলের শানঝি প্রদেশের বেশ কিছু স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল।

নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক ভাইরাস। এতে আক্রান্ত হলে বমি এবং ডায়রিয়া হয়ে থাকে। সব বয়সী মানুষই এ ভাইরাসে দ্রুত সংক্রামিত হতে পারে। আক্রান্ত ব্যক্তি ভাইরাসটির কয়েক কোটি কণা বহন করতে পারেন এবং এর মধ্য থেকে কয়েকটি কণা অন্য কারো মধ্যে সংক্রামিত হয়ে তাকে অসুস্থ করে দিতে পারে।

এখন পর্যন্ত নোরোভাইরাসের কোনো ভ্যাকসিন বাজারে আসেনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।