Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

‘করোনার ভ্যাকসিন ৫০-৬০ শতাংশ কার্যকর হতে পারে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

‘করোনার ভ্যাকসিন ৫০-৬০ শতাংশ কার্যকর হতে পারে’

একটি অনুমোদিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকর হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞা ড. অ্যান্থনি ফাউচি।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির একটি ওয়েবিনারে অংশ নিয়ে ফাউচি এমনটি বলেন। ফাউচি বলেন, আমরা জানিনা এর কার্যক্ষমতা কেমন হবে। আমরা জানিনা এটা কি ৫০ শতাংশ দেবে না ৬০ শতাংশ। আমি চাই যে এটিতে যেন ৭৫ শতাংশের বেশি কার্যক্ষমতা থাকে।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৫০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। করোনা ভাইরাস বিস্তার রোধে জারি করা লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৩ বছরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধির দ্রুত পতন হয়েছে।