Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ মাঘ ১৪২৭, শনিবার ১৬ জানুয়ারি ২০২১, ৩:২৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ১২:২০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা ভাইরাস টিকা কর্মসূচির প্রতি সংশয় প্রকাশ করে স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটি জানান বলসোনারো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে বলসোনারো বলেন, আমি আপনাদেরকে বলছি আমি এটি নেবো না। এটা আমার অধিকার।এ সময় করোনা প্রতিরোধে মাস্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বলসোনারো। এ নিয়ে বলসোনারো বলেন, মাস্ক পরলে করনার সংক্রমণ হয় না এর কোনো চূড়ান্ত প্রমাণ নেই।

এর আগে অক্টোবরে একটি টুইট বার্তায় বলসোনারো বলেছিলেন যে তিনি শুধু তার কুকুরকে করোনার ভ্যাকসিন দিতে চান।

করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতিয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো বেশ কয়েকমাস প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন। শেষ পর্যন্ত গত জুলাইতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।