১৩ জানুয়ারি ২০২১ বুধবার, ১০:৪১ এএম
বহুমাত্রিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমানে তুর্কি অ্যাপ বিআইপি ব্যবহার করছেন।
আলজাজিরার খবরে বলা হয়েছে এরদোগানের কার্যালয়ে সোমবার থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কসেলের অ্যাপ বিআইপির মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
এ ঘোষণার পর তুর্কি লোকজন #ডিলেটিং হোয়াটসঅ্যাপ হ্যাশট্যাগের মাধ্যমে মার্কিন অ্যাপটি ব্যবহারে নিরুৎসাহিত করছেন সবাইকে।
মাত্র ২৪ ঘণ্টায় তুর্কসেলের অ্যাপ বিআইপির গ্রাহক সংখ্যা ১১ লাখ ২০ হাজার। বিশ্বব্যাপী ৫ কোটি ৩০ লাখ গ্রাহক তৈরি করতে চায় তুর্কি এই অ্যাপটি।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।