
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকি কুর্দি শহর ইরবিলে তুর্কি কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। সূত্র জানায়, বুধবারের হামলায় নিহত তিনজনের মধ্যে তিনি ছিলেন। যা পরে নিশ্চিত করা হয়। বিবিসি।
ওই কূটনীতিক ইরবিলে তুরস্কের কনসাল জেনারেল ছিলেন। বন্দুকধারী গুলি চালানোর সময় তিনি একটি রেস্টুরেন্টে ভোজনরত একটি দলের মধ্যে ছিলেন। এ পর্যন্ত কেউ এই হামলার দাবি করেনি কিন্তু তুর্কি-কুর্দি জঙ্গিরা এ অঞ্চলে প্রভাব বিস্তার করে থাকে।
টুইটারে এক বিবৃতিতে, তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, "যারা এই প্রতারণামূলক আক্রমণ করেছে তাদের কাছে প্রয়োজনীয় জবাব পৌঁছে দেওয়া হবে"।