Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ আষাঢ় ১৪২৭, রবিবার ১২ জুলাই ২০২০, ১:০৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আমাকে হত্যা করো


০৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার, ১২:০৭  এএম

আসাদুল হক খোকন

বহুমাত্রিক.কম


আমাকে হত্যা করো

আমাকে হত্যা করো
নির্মম খুনীর আত্মাটি তোমার শরীরে ঢোকাও
ঘষে ঘষে তীক্ষ্ণতর করো ক্ষীপ্র তলোয়ার
মজবুত ম্যানিলা রশিতে বাধো হাত, পা ও পাঁজর
বেঁধে ফেলো চোখ, চোখের দৃষ্টি
উদাম শরীরটাকে টেনে নিয়ে যেতে থাকো
জেরুসালেমের ধু ধু সীমান্তের ওপাড়ে
যেখানে ছোট বাবলা আর কিছু ক্যাকটাস
ফুল ফোটার আগেই মৃতপ্রায়
সেইখানে....

করোনার করুনা করো না ভাই...
হত্যাকে সুক্ষ্ণ কারুকাজ ভেবে
হত্যাকে সিরফ বিনোদন ভেবে
ছুরিতে নির্লিপ্ত আঙ্গুল ছোঁয়াও
কেটে ফেলে শিরা ও ধমনী
দিগন্ত বিস্তৃত হাসিতে চিৎকার করো-
‘দিল্লি হনুজ দূর অস্ত’!

মিশমিশে কালো আঙ্গুর বাগানের কাছে
যে স্বপ্ন ঝুলে আছে
যে স্মৃতি জমানো কার্তুজে বহুকাল
নিশানের রঙিন আলোয় যে শিশুর মুখ উজ্জ্বল ছিল
উন্মাদ মায়ের বোরখায় যার রক্ত লেগে আছে
তুমি সেই মায়ের পায়ের পাশে
আমাকে শোয়াও......

জানি ঘুম ভাঙ্গবার আগে মূলত
জেগে থাকে মানুষেরই লাশ!

হত্যাকে সুক্ষ্ণ কারুকাজ ভেবে: ঢাকা ৪ মার্চ ২০২০

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।