Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

আবরার হত্যায় আরও তিনজন গ্রেপ্তার 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৮ অক্টোবর ২০১৯

আপডেট: ২০:৩৯, ৮ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আবরার হত্যায় আরও তিনজন গ্রেপ্তার 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বুয়েটের ওই তিন ছাত্রকে গ্রেফতারের মধ্য দিয়ে আবরার হত্যায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজন মামলার এজহারভুক্ত আসামি। তারা হলেন- শামসুল আরেফিন রাফাত (২১), মো. মনিরুজ্জামান মনির (২১) ও মো. আকাশ হোসেন (২১)। এর আগে সোমবার রাতে ১০ জনতে গ্রেপ্তার করা হয়।

রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এ রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।