Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২০ ১৪৩২, রোববার ০৪ জানুয়ারি ২০২৬

আবরারের গ্রামের বাড়ি যাচ্ছেন বুয়েট উপাচার্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৯ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আবরারের গ্রামের বাড়ি যাচ্ছেন বুয়েট উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তিনদিন পর তার বাড়ি কুষ্টিয়ার পথে রওনা হয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ও তার সফরসঙ্গীরা। বুধবার সকাল ১০টার দিকে তারা রওনা দেন বলে জানা গেছে।

উপাচার্য দপ্তরের এক কর্মকর্তা জানান, বুধবার সকাল ১০টার দিকে উপাচার্য ও তার সফরসঙ্গীরা কুষ্টিয়ার উদ্দেশে বের হয়েছেন। সেখানে তারা আবরারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে হলের একটি রুমে ডেকে নেওয়া হয় আবরারকে। এর কিছুক্ষণ পর থেকেই তার উপর চলে অমানুষিক নির্যাতন। শেষে রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওইদিন রাতেই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

বুয়েট ছাত্র আবরার হত্যার ৪১ ঘণ্টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করা, আবরার যে হলে হত্যার শিকার হয়েছিলেন, সেখানে না যাওয়া এবং জানাজায় অংশ না নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বুয়েটের উপাচার্য। 

Walton
Walton