Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৩ ১৪৩২, রোববার ২৮ ডিসেম্বর ২০২৫

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ২০ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষাটি হওয়ার কথা ছিল।

রোববার বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য, করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের হল না পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আলোচনা সাপেক্ষে দ্রুত পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেয়ার জন্য ২৬ সেপ্টেম্বর দিন ঘোষণা করেছিল বার কাউন্সিল।

 

Walton
Walton