Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবনাবসান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল্লিাহি রাজিউন)। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রীপরিষদের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে জ্বর অনুভব করেন মাহবুবে আলম। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।