Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

অপহরণের পর বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গামাটি সংবাদদাতা

প্রকাশিত: ১১:৩৫, ২৩ অক্টোবর ২০১৯

আপডেট: ১৭:০৪, ২৩ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

অপহরণের পর বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলি উপজেলায় অপহরণের পর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দিপুময় তংচঙ্গ্যার তালুকদারের (৪০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজস্থলি থানার ওসি মফজল আহমেদ জানান, মঙ্গলবার বিএনপি নেতা চেয়ারম্যান দিপুময় তংচঙ্গ্যার তালুকদারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।একই দিন বিকালে নিহতের পারিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিল।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজস্থলি উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত দিপুময় তংচঙ্গ্যার তালুকদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।তবে ধারণা করা হচ্ছে, রাজনৌতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

বহুমাত্রিক.কম