Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

ছবি-পিআইডি

ঢাকা : দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে চলতি অর্থবছরে কাক্সিক্ষত ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দৃঢ় আশাবাদী।

তিনি বলেন, ‘চলতি অর্থবছরে অবশ্যই ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড ২০১৫’ বিতরণকালে অর্থমন্ত্রী একথা বলেন। এবার ৩১ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড ২০১৫’ লাভ করেছে।

অর্থমন্ত্রী বলেন, অনিবাসী বাংলাদেশীরা যাতে দেশে বিনিয়োগ করতে পারে, সেলক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গবর্নর এসকে সূর চৌধুরী প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer