Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

লাশের জবানবন্ধি

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০৭:৩৭, ৩০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লাশের জবানবন্ধি

লাশের মিছিল না কি মিছিলে লাশ ?
গন্ধবিহীন বাতাস
ভারি হচ্ছে না পরিবেশ।

যারা করছে এই কাজ
তাদের মাথায় পড়েনা বাজ
হরেক রকম সন্ত্রাসী স্বদেশে আজ।

খুনের রকম ফের ছাড়া সরকারী
আর বিভিন্ন রকম আততায়ী !

পক্ষ-বিপক্ষ-তৃতীয় পক্ষ
উপহার দেয় উপর্যুপরি লাশ ।
এ কোন সমাজে করছি বসবাস !
কোন পক্ষ করতে পারছে না
শান্তিতে সহবাস।

কে-কেনো কেড়ে নিলো শান্তি
উপহার কেন এতো লাশ?

লাশের স্বাক্ষাৎকার নিতে চাই
তার কাছে প্রশ্ন করতে চাই-
কেন তোমার অকালে এই করুণ মরণ
কে করল তোমার জীবন হরণ
কে পর-কে বা আপন

বলো-বলো, আসল কথা করো ফাঁস
আমার যায় যাক বাঁশ।
তবুও বেঁচে থেকে মৃত্যুর পরিক্ষায়
আমিও করতে চাই পাশ।

বলো-বলো লাশ, আসল কথা করো ফাঁস !
যারা বাঁচতে চায় তারা হয়তো পাবে একটু আশ্বাস।
যারা করছে লাশ, তারাই তো এক দিন হবে লাশ !
যে মিছিলে তুমি লাশ ঐ মিছিলও হবে লাশ।

কেও মরে লাশ-যে মারে সেও হবে লাশ।
হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ পেয়েছি।
কেও লাশ-কেও জিন্দা লাশ
আমরা সবাই লাশ আর লাশ।

যশোর, ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer