Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

রাখাইনের মংডু পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৮, ১২ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাখাইনের মংডু পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু এলাকা পরিদর্শন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে গেলেও রাখাইন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ পাঁচজনকে অনুমতি দেওয়া হয়। পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন মিয়ানমারের সমাজ কল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত।

সূত্র জানায়, সকালে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের মিয়ানমারের সিত্তে শহর থেকে হেলিকপ্টারযোগে মংডুতে নেওয়া হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সফরসঙ্গীরা রোহিঙ্গাদের ফেরত নিয়ে এসে সাময়িকভাবে রাখার জন্য নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ ছাড়া রাখাইনে রোহিঙ্গা গ্রামও পরিদর্শন করেন তারা। সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরে বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি আবারও সিত্তয়ে ফিরে আসে। সেখান থেকে ফিরে ইয়াংগুনে যায়।

বৃহস্পতিবার মিয়ানমার সফরে যান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তার সফর সঙ্গীরা।

শুক্রবার নেপিদোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসানে দুই পক্ষ একমত হয়। রোববার ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer