Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে অভিবাসী অপসারণ কেন্দ্রে বাংলাদেশিকে হত্যা

মাহমুদা পারভীন নূপুর, ইউকে করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৩, ৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাজ্যে অভিবাসী অপসারণ কেন্দ্রে বাংলাদেশিকে হত্যা

লন্ডন: তারেক চৌধুরীকে (৬৪) নামে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। সাদ ইউসিফ (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই হত্যার অভিযোগ ওঠেছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় দৈনিক এক্সপ্রেস এ খবর দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পশ্চিম লন্ডনের হিলিংডন অবৈধ অভিবাসী অপসারণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের অভিযোগে আসাদ ইউসিফকে শনিবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হামলায় গুরুতর আহত তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

নিহত তারেক চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমান তারেক চৌধুরী। তবে সেখানে বসবাসের বৈধ নাগরিকত্ব সনদ ছিল না তার। এ কারণে সম্প্রতি তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে অভিবাসী অপসারণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই এ হামলার ঘটনা ঘটে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer