Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

মেক্সিকো সীমান্তে সোলার দেওয়াল তুলবে আমেরিকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ১৯ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেক্সিকো সীমান্তে সোলার দেওয়াল তুলবে আমেরিকা

ঢাকা : সব কিছু ঠিক থাকলে মেক্সিকো সীমান্তে সোলার পাঁচিল তুলতে চলেছে আমেরিকা। কোনও মজা নয়, সত্যিই এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মূলত নিরাপত্তার স্বার্থেই ২ হাজার মাইল সীমান্তের মধ্যে ৭০০-৯০০ মাইল জুড়ে স্বচ্ছ পাঁচিল তোলার পরিকল্পনা করা হয়েছে। আমেরিকার দক্ষিণ সীমান্তে তৈরি এই পাঁচিলে যেমন দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। তেমনই উৎপাদন করা হবে সৌর বিদ্যুৎ। এছাড়াও এমন ভাবেই এটি নির্মাণ করা হবে যাতে সীমান্তের উলটো দিকের গতিবিধিও পরিষ্কার দেখা যায়।

কিন্তু পাঁচিলের স্বচ্ছতায় এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উদাহরণ দিয়ে ট্রাম্প বললেন, ধরা যাক, মেক্সিকো প্রান্ত থেকে ৬০ পাউন্ডের কোনও মাদক ভরতি প্যাকেট ছোঁড়া হল। আমেরিকার দিকে সেনা বা অন্য কেউ যদি সেটা দেখতে না পান, তাহলে তো ওই বিপুল ওজনের প্যাকট মাথায় পড়বে। সেটা ভালো হবে কি?

এছাড়াও, সীমান্তের ওপারের গতিবিধির উপর নজর রাখতেও স্বচ্ছতা রাখা দরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer