Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না : সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৫৫, ২৭ মে ২০১৭

আপডেট: ২০:৫৫, ২৭ মে ২০১৭

প্রিন্ট:

মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না : সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ : সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য অপসারণ করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সরকার এক্ষেত্রে অনড় ও অটল অবস্থানে রয়েছে।’

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসণ এবং রাস্তা সম্প্রসারণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘রোজার ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং পার্কিং করা ট্রাকসহ যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো স্থাপিত হয়েছে সেগুলোর সঙ্গে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনও সর্ম্পক নেই। এগুলো অপসারণ করার প্রশ্নই ওঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে আরও নির্মিত হবে। এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer