Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক থাকবে: তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক থাকবে: তথ্যমন্ত্রী

ঢাকা : মিয়ানমার কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত তাদের সঙ্গে আমাদের প্রতিবেশি দেশ হিসেবে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেনি। তারা আমাদের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। তাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বার বার ডেকে আমাদের বক্তব্য জানিয়েছি। মিয়ানমার যতোদিন পর্যন্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করবে ততোদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যসহ অন্য সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। দেশের সকল রাজনীতিক দলের উচিত সরকারের এই অবস্থান ও কার্যক্রমকে সমর্থন করা। এটা নিয়ে রাজনীতি ও বিরোধিতা করলে রোহিঙ্গাদের, মানবতার ও বাংলাদেশের ক্ষতি হবে।

এ সময় তিনি বলেন, `আমরা লক্ষ্য করেছি চীন ভারতের অবস্থানটা উদ্বাস্তুদের পক্ষে গ্রহণ করেছে। আমাদের আন্তর্জাতিক তৎপরতার কারণে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer