Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৬৫তম সাহিত্য সভা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩২, ৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৬৫তম সাহিত্য সভা

ছবি : বহুমাত্রিক.কম

যশোর : যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ’র ১৬৫তম সাহিত্য সভা শুক্রবার প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আমিরুল ইসলাম রন্টু, কবি শেখ হামিদুল হক, কবি শাহরিয়ার সোহেল ও কবি অ্যাড. আহাদ আলী লস্কার ও কবি মোছা নার্গিস আক্তার।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠিত কবিতা আলোচনা সভায় অংশ নেন পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, রফিকুল পাশা, আবুল হাসান তুহিন, নূরজাহান আরা নীতি, সাধন কুমার অধিকারী, ডা. অমল কান্তি সরকার, গোলাম রসূল, স্বপন মোহাম্মদ কামাল, আব্দুল আলিম, মমিনূর রহমান, বৈদ্যনাথ মণ্ডল,তুহিন হাসান, এসএম শরিফুল আলম, আকরাম হোসাইন, রেজাউল করিম রোমেল, শেখ রোকাইয়া ইসলাম, মেহেদি হাসান সবুজ, রাকিবুল হাসান রানা, তাকজিনা খাতুন, সুমন বিশ্বাস, নাসির উদ্দিন, এমজি এ কাজল, ডা. বদরুন নাহার খান, শংকর নিভানন, নজরুল ইসলাম, মোস্তানূর ইসলাম স্বাক্ষর প্রমূখ।

কবি ডা. মোকাররম হোসেন এর স্ত্রী হাসিনা খাতুনের মৃত্যুতে সভায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। ১৩ এপ্রিল ৩০ চৈত্র বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে সকল কবি সাহিত্যিকদের উপস্থিত হওয়ার জন্য সভায় আহবান জানানো হয়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer