Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিদায় ভাষণ দিতে শিকাগো যাচ্ছেন ওবামা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৮ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিদায় ভাষণ দিতে শিকাগো যাচ্ছেন ওবামা

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায় ভাষণ দেয়ার জন্য শিকাগো যাচ্ছেন। মঙ্গলবার সেখানে তার এ ভাষণ দেয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই নগরী ওবামার প্রেসিডেন্ট পরবর্তী জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানেই তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন কাটাবেন।

ওবামা উইন্ডি নগরীতে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দরিদ্র কবলিত কৃষ্ণাঙ্গদের এই এলাকাটিতে তিনি প্রথমে একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাজ্য পার্লামেন্টের সদস্য হন। পরবর্তীতে তিনি ইলিনয় থেকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর হন। কমিউনিটি অর্গানাইজার হিসেবে তিনি দরিদ্র এলাকাগুলোতে কাজ করেন।

তিনি বৃহস্পতিবার সিবিএস এর শাখা চ্যানেলকে দেয়া এক সাক্ষতকারে বলেন, ‘সেখান কাজ করার সময় আমি মানুষের মাঝে হতাশাও দেখেছি আবার আশার আলোও দেখেছি।’

তিনি ১৯৯৫ সালে তার আত্মজীবনীতে লেখেন ‘আমি আমার বাবার কাছ থেকে স্বপ্ন দেখতে শিখেছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer